Countering Terrorism in Bangladesh: Challenges and Options”
January 09, 2016.
Venue- BHF Seminar Room
বর্তমান পৃথিবীতে জঙ্গীবাদ ভয়ঙ্করভাবে নিরাপত্ত্বা হুমকি হিসেবে কাজ করছে। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আইএস গ্রুপ এবং জঙ্গীরা বোমা বিস্ফোরণ করে চলেছে যা সবার মনে আতঙ্ক সৃষ্টি করছে। বর্তমানে বাংলাদেশেও এর প্রভাব দেখা যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন ৯ই জানুয়ারি ২০১৬ তারিখে “কাউন্টারিং টেররিজম ইন বাংলাদেশঃ চ্যালেঞ্জেস এ্যান্ড অপশনস” এই শিরোনামে একটি সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ইফতেখার বাশার, রিসার্স ফেলো, আইসিপিভিটিআর (ICPVTR), সিঙ্গাপুর। তিনি বলেন, আইএস এর মতাদর্শের মধ্যে ইসলামিক মতাদর্শ আছে, তার মধ্যে যোগ হয়েছে যারা বাথপন্থী (Baathist) ছিল তাদের কৌশলগত চিন্তাধারা। আলকায়দা ও আইএস কে কিন্তু এক করে ফেলা যাবে না। যদিও আলকায়দা থেকেই আইএস এর সৃষ্টি। আইএস আলকায়দা থেকে অনেক বেশী শক্তিশালী, অনেক বেশি সুশৃঙ্খল ও সুসংবদ্ধ এবং প্রচুর শিক্ষিত মানুষ এর পিছনে রয়েছে। জঙ্গীবাদ নিয়ে একটু অন্যভাবে ভাবার সময় এসেছে যাতে একটু কৌশলগতভাবে ভাবার এবং কৌশলগতভাবে সমস্যার সমাধান করা যায়। টেররিজমকে কাউন্টার করার দুটি মৌলিক উপায় দরকার- Operational Counter Terrorism and Strategic Counter Terrorism। অধিকন্তু বাংলাদেশে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট (Preventive Detention Act) এর প্রয়োজনীয়তাও রয়েছে বলে তিনি মনে করেন।
প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী বলেন, Terrorism এর Macro perspective এবং Semi-macro perspective রয়েছে। টেররিজমকে কে আইএস অর্থায়ণ করছে আমরা কিন্তু সেটা লক্ষ্য করেছি এবং সত্য প্রমাণিত হয়েছে। এখানে স্থানীয় কিছু বিত্তশালী আছে যারা জঙ্গীদের সাহায্য এবং সমর্থন করে থাকে। তারা বোকো হারাম, আইএস, আলকায়দা সব জায়গা থেকে সমর্থন পাচ্ছে। আমাদের মাইক্রো লেভেল পর্যন্ত পৌছাতে হবে। টেররিজমের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সবাইকে বুঝাতে হবে,সবার মধ্যে সচেতনতা বোধ জাগিয়ে তুলতে হবে। নিরাপত্তার জন্য টেররিজমকে কে কাউন্টার করা আমাদের সকলের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।
এম. এ. সিনহা সাইদ বলেন,জঙ্গিদের উত্থানের ক্ষেত্রে শুধু ইসলামের কথা বললেই হবে না। জঙ্গীবাদের উৎস বিভিন্নভাবে হতে পারে এবং হচ্ছেও তাই, অর্থের জন্য, সম্পদের জন্য,জমির জন্য। আরো বিভিন্ন কারনে হতে পারে। টেররিজমের উপর বাংলাদেশে অনেকগুলো আইন হচ্ছে তারমধ্যে একটা হচ্ছে Terrorism act 2009. এতে লাভ কি হয়েছে? আমাদের এত আইনের দরকার নেই। শুধু একটা আইন দরকার তা হল আমরা আমাদের নিজ নিজ দ্বায়িত্ব ও কর্তব্য যদি সততা ও আন্তরিকতার সাথে পালন করি তাহলে আর কোন সন্ত্রাসের জন্ম হবে না।
Copyright © 2014 BHF- All rights reserved. Powered by: i-make IT Solution